চাষী নজরুলের জীবনী লিখলেন স্ত্রী জোছনা কাজী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫২ এএম, ১৩ মার্চ ২০১৮

স্বামী-স্ত্রী একে অপরের আয়নার মতো। একজনের চোখে অন্য জনের ভালো-মন্দ ধরা পড়ে যায় খুব সহজেই। খবর হলো ঢাকাই সিনেমার জনপ্রিয় নির্মাতা চাষী নজলের জীবনী গ্রন্হ প্রকাশ হতে যাচ্ছে। ‘টাটানগর থেকে বিএফডিসি’ শিরোনামের বইটি লিখেছেন চাষী নজরুলের স্ত্রী জ্যোৎস্না কাজী। ‘ওরা ১১ জন’ খ্যাত এ কিংবদন্তির জীবনী প্রকাশ হতে যাচ্ছে শিগগিরই।

বইটির ফ্ল্যাপে লেখা, ‘টাটা নগর থেকে বিএফডিসি’ চাষী নজরুল ইসলামের জীবনীভিত্তিক একটি বই। তিন মাস থেকে ১৮ বছর বয়স পর্যন্ত চাষী নজরুল ইসলাম কাটিয়েছেন (ভারতের) টাটানগরে। সেই সময়কার চাষীর ডানপিটে ভাব, দুরন্তপনা, দস্যিগিরি এবং শিল্পীত্বের অনুপ্রেরণা সমস্তই টাটানগর থেকে শুরু। টাটানগর থেকে বিক্রমপুর আসার যে বর্ণনা চাষী দিয়েছিল তা এই বইতে উল্লেখ আছে। এজিবি অফিসে চাকরি, জীবন যুদ্ধ এবং চলচ্চিত্র অঙ্গনে চাষীর নানা গল্প নিয়ে বইটি লেখা হয়েছে।

বইটি সম্পাদনা করেছেন চলচ্চিত্র বিষয়ক লেখক রহমান মতি। তিনি জানান, ২৫ মার্চ বিকেলে চাষী নজরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর কাঁটাবনের দীপনপুরে বইটির মোড়ক উন্মোচন হবে।

চাষী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ১৯৪১ সালের ২৩ অক্টোবর, মারা যান ২০১৫ সালের ১১ জানুয়ারি।

এমএবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।