কত টাকার মালিক শাহরুখ খান?

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ১২ মার্চ ২০১৮

বলিউড তাকে অনেক উপাধিতেই সম্মান দেখায়। তাকে বলা হয় রোমান্সের কিং। তিনি উপমহাদেশের খানদের কিং। তাকে বলা হয় বলিউড বাদশাহও। এত গেল পর্দার হিসাব নিকেশ।

বাস্তব জীবনেও শাহরুখ বাদশাহি জীবন-যাপন করেন। পৃথিবীর সবচেয়ে ধনী সিনে তারকাদের তালিকায় দ্বিতীয় তিনি। আর্থিক সাফল্যের দিক থেকে হলিউড তারকা টম হ্যাঙ্কস, জনি ডেপ, জ্যাক নিকলসনরাও শাহরুখের পেছনে।

তবে কতো টাকার মালিক শাহরুখ? তার ভক্তসহ অনেকেই এ উত্তরটি খুঁজেছেন বহুবার। কিন্তু সঠিক পরিমাণের অঙ্কটা পাওয়া যায়নি কখনো। সেই হিসাবটাই জানা গেল সম্প্রতি।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আনুমানিক ৫০০০ কোটি টাকার সম্পত্তির মালিক শাহরুখ খান! তার বার্ষিক আয় প্রায় ২৫৬ কোটি টাকা। কিং খানের বাড়ি ‘মান্নাত’-এ আগে কিকো গাঁধী নামে এক জন পার্সি থাকতেন। ১৯৯৫ সালে ১৫ কোটি টাকায় সেই বাড়িটি কিনে নেন শাহরুখ। এর বর্তমান মূল্য ২০০ কোটি টাকা।

দুবাইয়ে ‘পাম জুমেইরা’ নামে তার আরও একটি বাড়ি রয়েছে। এছাড়াও লন্ডনে একটি বাড়ি আছে কিং খানের যার মূল্য ১৩০ কোটি টাকা।

১৯৯৯ সালে ‘ড্রিমস আনলিমিটেড’ নামে একটি প্রোডাকশন হাউস শুরু করেন শাহরুখ। তিনটি ছবির প্রযোজনা করার পর ২০০৩ সাল সেই প্রোডাকশন হাউসের নাম বদলে ‘রেড চিলি এন্টারটেনমেন্ট’ রাখেন তিনি। পরে বাদশা খানের স্ত্রী গৌরী খান এ প্রোডাকশন হাউসের দায়িত্ব নিয়ে নেন।

এছাড়া ২০০৮ সালে আইপিএল শুরু হলে অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহেতার সঙ্গে মিলে ‘কলকাতা নাইট রাইডার্স’ কিনেছিলেন শাহরুখ। মাত্র এক বছরের মধ্যেই সেই ক্রিকেট দলের মূল্য দাঁড়ায় প্রায় ৩০০ কোটি টাকা। বর্তমানে ‘আইপিএল’র সবচেয়ে ধনী দলের অন্যতম হল ‘কেকেআর’।

দামি গাড়ির বিষয়েও অন্যান্য তারকাদের টক্কর দিচ্ছেন শাহরুখ। তার গাড়ির তালিকায় রয়েছে বিএমডাবলু সেভেন সিরিজ, রোলস রয়েস ফ্যালটম ড্রপহেড কুপ, বেন্টলি কন্টিনেন্টাল জিটি ল্যান্ড ক্রুজার-সহ পৃথিবীর আনুমানিক সর্বোচ্চ দ্রুতগামী গাড়ি বুগাটি ভ্যেরনও। এছাড়া মুম্বাইয়ে প্রায় ১৫০ কোটি টাকার স্থাবর সম্পত্তিও রয়েছে বি-টাউনের বাদশার। পর্দার মতোই বাস্তব জীবনেও সাফল্যে রুপকথার নায়ক শাহরুখ।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।