এখন সুস্থ আবুল হায়াত

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪১ পিএম, ০৮ মার্চ ২০১৮

সম্প্রতি ভারতে গিয়েছিলেন আবুল হায়াত। প্রায় ১৫ দিন ভারত ভ্রমণ শেষে দেশে ফিরে হঠাৎ করেই কার্ডিয়াক সমস্যায় ভুগছিলেন প্রবীণ এ অভিনেতা। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ আছেন তিনি।

এ প্রসঙ্গে সম্প্রতি আবুল হায়াত ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘আল্লার কৃপায়, ডা: মোমেনুজ্জামান এবং তার কুশলী বাহিনীর সক্রিয় এবং দক্ষ কার্য পদ্ধতিতে তিন তিনটি স্টেন্ট লাগিয়ে এখন সুস্থ আছি। ইনশাল্লাহ ১৩ মার্চ থেকে আবার পুরোদমে কাজে নেমে পড়ব। এখন যে কথাটা বলতে চাই, আমার বিপি: ১১৫-৭৫ কোলেস্টরেল ১৩০, সুগার: ৪.৬-৬.৫, হার্ট রেট ৬৮-৭০, অক্সিজেন ইনটেক প্রায় ৯৭%।’

আবুল হায়াত আরও লিখেছেন লিখেছেন, ‘আমি নিজে হতাশ হয়ে বিজ্ঞ চিকিৎসককে জিজ্ঞেস করেছিলাম-আমার এত বছরের কট্টর জীবনাচারে লাভ কী হলো? ডা: হেসে বললেন, লাভ একটাই, You have survived, otherwise it could have been disastrous! এখন আমাকে অনুসরন করবেন কিনা সিদ্ধান্ত আপনার।’

এমএবি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।