পানিবন্দি চট্টগ্রাম : তলিয়ে গেছে নিচু এলাকা


প্রকাশিত: ০৫:১৮ এএম, ২৪ জুলাই ২০১৫

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর নিচু এলাকা। পানিবন্দি হয়ে পড়েছে নগরবাসী। একই সঙ্গে জোয়ারের পানি যুক্ত হওয়ায় বেড়েছে নগর জীবনের দুর্ভোগ।
 
নগরী ঘুরে দেখা গেছে, অক্সিজেন, হামজারবাগ, মুরাদপুর, আতুরার ডিপো, বহদ্দারহাট, শুলকবহর, কাতালগঞ্জ, নাসিরাবাদ, বায়োজিদ, ষোলশহর, চকবাজার, পাঁচলাইশ, ডিসি রোড, খাজা রোড, চান্দগাঁও, মোহরা, বাকলিয়া, চাক্তাই, কোরবানিগঞ্জ, মাস্টারপুল, বৌ বাজার, মিয়াখান নগর, রাজাখালী, দেওয়ানবাজার, আগ্রাবাদ, ছোটপুল, বড়পুল, সিডিএ, হালিশহর, পাহাড়তলী, সরাইপাড়া, সাগরিকা, কাঁচারাস্তার মাথা ও পতেঙ্গার নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। পানি ঢুকে পড়েছে সরকারি-বেসরকারি অফিসেও। বাসা-বাড়িতেও কোমর সমান পানি। ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় বন্ধ রয়েছে বিকি-কিনি। পানির কারণে সড়কে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুুষ ভ্যানগাড়ি ও হেঁটে গন্তব্যের উদ্দেশ্য রওনা হয়েছে।

মিয়াখান নগর তক্তারপুল এলাকার বাসিন্দা কুলছুম বেগম বলেন, বাসায় কোমর সমান পানি। বের হওয়ার সুযোগ নেই। জোয়ার শুরু হওয়ার পর থেকে পানি আরও বেড়েছে।

বহদ্দারহাট এলাকার বাসিন্দা জাহেদুল ইসলাম জানান, বাসায় পানি না উঠলেও সড়কে হাঁটু সমান পানি। বাজারে যাওয়ার জন্য রিকশা খুঁজছি তাও পাচ্ছি না।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ১১৩ দশমিক শূন্য ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩৮ দশমিক শূন্য ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।  মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।