সুদর্শন যুবক খুঁজছে জাজ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১২ পিএম, ০৫ মার্চ ২০১৮

সুদর্শন যুবক খুঁজছে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টি মিডিয়া। সুদর্শন যুবকের খোঁজে সামাজিক যোগাযোগ মাধ্যমে পহেলা মার্চ তাদের ফেসবুকের ভেরিফাইড পেইজে একটি স্ট্যাটাস দেওয়া হয়। যেখানে তারা জানান, ২০-২৫ বছরের কজন স্মার্ট, সুদর্শন তরুণ প্রয়োজন।

জানা গেছে, এ যুবকদের মধ্যে থেকে কয়েকজনকে নির্বাচন করা হবে, যারা জাজ প্রযোজিত একটি বিগ বাজেট সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন। কীভাবে কি আবেদন করতে হবে এবং কি কি ইনফর্মেশন দিতে হবে তার বর্ণনাও দেওয়া হয়েছে এ স্টাটাসে।

স্ট্যাটাসটিতে লেখা হয়, ‘২০-২৫ বছরের একজন স্মার্ট, সুদর্শন তরুণ প্রয়োজন । একটি বিগ বাজেট সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য । আগ্রহীদের নাম, পূর্ণ ছবি, উচ্চতা, ওজন, বয়স ও শিক্ষাগত যোগ্যতা এসব তথ্য সমূহসহ নিম্নে প্রদত্ত ইমেইলে এ বিস্তারিত পাঠানোর জন্য অনুরোধ রইলো।’

উল্লেখ্য, ইমেইল পাঠাতে হবে এই ঠিকানায় : [email protected]

এমএবি/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।