না ফেরার দেশে কাজী জামালউদ্দিন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৩ মার্চ ২০১৮

না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা ও মডেল কাজী জামালউদ্দিন আহমেদ। ২ মার্চ সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মারা যান এ অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তথ্যটি নিশ্চিত করেছেন তার সন্তান কাজী এম আহমেদ।

শনিবার (০৩ মার্চ) বাদ জোহর গুলশান কেন্দ্রীয় মসজিদে এই অভিনেতার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে পারিবারিক কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন হবে।

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত একটি বিজ্ঞাপনে ‘লে বাবা এবার নাকে তেল দিয়ে ঘুমাও’ সংলাপটির জন্য কাজী জামালউদ্দিন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এরপর বেশকিছু বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেন তিনি। প্রাণবন্ত অভিনয় করে হাজার মানুষের মন জয় করে নিয়েছিলেন এই অভিনেতা।

এমএবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।