ছায়ানটের সঙ্গীত ও আবৃত্তি সন্ধ্যা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯ এএম, ০৩ মার্চ ২০১৮

মহান স্বাধীনতার মাস উপলক্ষে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট আয়োজন করেছে সঙ্গীত ও আবৃত্তি সন্ধ্যা। শিল্পী শাহীন সামাদের পরিকল্পনা ও পরিচালনায় শুক্রবার 'মুক্তিযুদ্ধের ও গণমানুষের গান' শিরোনামের এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ছায়ানটের নিজস্ব শিক্ষার্থীরা সম্মেলক গান পরিবেশন করেন।

ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতেই ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের রচনা আবৃত্তি করেন জয়ন্ত রায়। এরপর ছায়ানটের শিল্পীরা পরিবেশন করেন তিনটি সম্মেলক গান। প্রথমেই ফজলে খোদার 'এই পলাশ এই কৃষ্ণচূড়া', সুকান্ত ভট্টাচার্যের 'হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ' এবং মোহিনী চৌধুরীর 'মুক্তির মন্দির সোপানতলে' গানগুলো পরিবেশন করা হয়। সবশেষে ছায়ানটের রীতি অনুযায়ী জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।

এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।