চলচ্চিত্র শিল্পীদের স্বাস্থ্যসেবা দেবে ইনসাফ বারাকাহ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০১ মার্চ ২০১৮

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তালিকাভুক্ত শিল্পীদের বিশেষ ছাড়ে স্বাস্থ্য সেবা দেবে ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতাল। গতকাল বিএফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে সমিতির সদস্য পদ যাচাই বাছাই শেষে দুই পক্ষের উপস্থিতিতে এ চুক্তি করা হয়।

এ সময় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি, রিয়াজ, সাধারন সম্পাদক জায়েদ খান, সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য পপি এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, এ্যাসিসটেন্ট ম্যানেজার মো. মনিরুজ্জামান, মাকেটিং এক্সিকিউটিভ মো. হিরো মিয়াসহ দুই পক্ষের আর ও অনেকেই উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় শিল্পী সমিতির সদস্যরা নির্দিষ্ট ডিসকাউন্ট পাবেন। এ চুক্তির ব্যাপারে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমরা শিল্পীদের স্বাস্থ্যসেবার জন্য এই চুক্তি করেছি। এখানে বিশেষ ছাড়ে উন্নত মানের চিকিৎসা পাবেন চলচ্চিত্রের শিল্পী সমিতির সদস্যরা।’

চুক্তি প্রসঙ্গে হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন বলেন, ‘শিল্পীদের স্বাস্থ্যসেবার সুবিধার জন্য এ চুক্তি করা হয়েছে। শিল্পী সমিতির সঙ্গে আমাদের পথচলা সুন্দর হবে বলে আশা করছি।’

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিও এই হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য সেবা কর্পোরেট চুক্তি করে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।