গানের গল্প শোনাবেন শাওন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০১ মার্চ ২০১৮

মাঝে মধ্যে বিশেষ অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে পাওয়া যায় জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা, কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওনকে। সম্প্রতি ‘আমার ছবি আমার গান’ নামক একটি অনুষ্ঠানের উপস্থাপিকা হয়েছেন তিনি। মজার ব্যাপার হলো এই অনুষ্ঠানের এই পর্বটি শাওনকে নিয়েই।

অনুষ্ঠানে শাওন অভিনীত ছবির সাতটি গান দেখানো হবে। এই গানগুলোর পেছনের বিভিন্ন গল্প দর্শকদের জানাবেন জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সিফাত তন্ময় ও সোহেল রানা সবুজ ।

সিফাত তন্ময় জানান, এই অনুষ্ঠানের একেকটি পর্বে একেকজন চলচ্চিত্রের গুণী ব্যক্তিরা উপস্থাপনা করে থাকেন। এবারের পর্বের উপস্থাপনায় দেখা যাবে মেহের আফরোজ কে । শাওন এখানে তার অভিনীত সিনেমার গানের শুটিংয়ের পেছনের গল্প ও ছবিতে কাজের মজার অভিজ্ঞতার কথা দর্শকদের শোনাবেন। স্মৃতিচারণ করবেন হুমায়ুন আহমেদের সাথে কাজের অভিজ্ঞতাসহ বিভিন্ন ঘটনার।

উল্লেখ্য, ‘আমার ছবি আমার গান’ বৃহস্পতিবার রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচারিত হবে।

এমএবি/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।