এফডিসিতে চলছে শিল্পী সমিতির সদস্য পদ যাচাই বাছাই

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

আজ বুধবার সকাল থেকেই শত শত চলচ্চিত্র শিল্পীদের আনাগোনায় মুখরিত এফডিসি। সবার হাতে হাতে কাগজপত্র ও সদস্য কার্ড। খোঁজ নিয়ে জানা গেল, চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের বৈধতার যাচাই বাছাই। তাই সবাই শিল্পী সমিতিতে দেখা করতে এসেছেন।

গেল সপ্তাহে শিল্পী সমিতি থেকে জানানো হয়েছিলো প্রায় ২৫০ জন সদস্য তার সদস্য পদ হারাচ্ছেন। সমিতির কার্যনির্বাহী কমিটিসহ এক সভায় সম্প্রতি সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, যারা চলচ্চিত্রের নিয়মিত অভিনয়শিল্পী না হয়েও সদস্যের কার্ড নিয়েছেন তাদেরকে আর সমিতির সদস্য হিসেবে রাখা হবে না।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী শিল্পী সমিতির সদস্য হতে হলে তাকে কমপক্ষে পাঁচটি চলচিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে হয়। কিন্তু বর্তমানে এখন অনেক শিল্পী আছে যারা ১টি ছবিতেও অভিনয় করেননি। এমন সদস্যদের আমরা সমিতির সংবিধান অনুযায়ী রাখতে পারব না। আর তাই শিল্পী সমিতির উপদেষ্টা কমিটি এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মতামত নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সেই প্রেক্ষিতেই সদস্য কার্ড পাওয়াদের ডাকা হয়েছে। আমরা অবৈধভাবে কাউকে সদস্য বানিয়ে কোনো যোগ্য সদস্যকে ঠকাতে চাই না। আগে শিল্পী সমিতির সদস্যপদ নিয়ে বাণিজ্য হয়েছে। সেটাও বন্ধ করতে চাই। শিল্পী সমিতি চলচ্চিত্রের শিল্পীদের প্রাণের সংগঠন, পরিচয়ের জায়গা। এখানে কোনো নোংরামি থাকতে পারে না।’

প্রথম দফায় আজ ১২৩ জন সদস্যদের ডাকা হয়েছে। তাদের সদস্য পদ পাওয়ার যোগ্যতা যাচাই বাছাই করছেন সোহেল রানা, আলমগীর, রোজিনা, রিয়াজ, মিশা সওদাগর, পপি, নাসরিন। কার্ড নাম্বার অনুযায়ী সদস্যদের একান্ত সাক্ষাতকারে তাদের কাজের বৃত্তান্ত ও সদস্য পদের যোগ্যতা অনুসন্ধান করা হচ্ছে।

এদিকে শিল্পীদের এভাবে ডাকার জন্য ক্ষোভ ও দুঃখ প্রকাশ করছেন অনেক শিল্পীরাই। সমিতির সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে হেরে যাওয়া প্রার্থী ওমর সানিকেও ডাকা হয়েছে আজ। তিনি বিরক্তি নিয়ে বলেন, ‘এসব যা হচ্ছে তা শিল্পী হিসেবে আমার জন্য অপমানের। এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করে এখন যদি আমাকে শিল্পী সমিতির সদস্য হিসেবে প্রমাণ দিতে আসতে হয় তবে তো প্রবলেম।’

তবে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এই আনুষ্ঠানিকতার জন্য শিল্পীদের সাময়িক অসুবিধা হবে বলে দুঃখপ্রকাশ করেছেন। শিল্পী সমিতির স্বার্থে তিনি সবার সহযোগীতা কামনা করেছেন।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।