শ্রীদেবীর প্রতি অন্তিম শ্রদ্ধা ‘ভাইরাল গার্ল’ প্রিয়ার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৫১ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

বলিউড অভিনেত্রী শ্রীদেবীর আচমকা মৃত্যু দেশের সিনেমাজগতকে শোকস্তব্ধ করে তুলেছে। বলিউডের চাঁদনির জনপ্রিয়তা কোনো একটি বিশেষ প্রজন্ম বা সময় পর্বে বাধা নেই। দেশজুড়ে অগণিত অনুরাগী শ্রীদেবীর এভাবে চলে যাওয়ায় স্তম্ভিত-মর্মাহত। এই তালিকায় রয়েছেন নয়া ইন্টারনেট সেনসেশন প্রিয়া প্রকাশ ভেরিয়ারও।

তার কেরিয়ারের প্রথম সিনেমার একটি গানের দৃশ্যে চোখের ইশারায় প্রেম বিনিময়ের ভিডিও রাতারাতি ইন্টারনেটে তুফান তুলেছিল। সেই একটা ভিডিওতেই অভিষেক সিনেমার মুক্তির আগেই তারকা হয়ে উঠেছেন ত্রিশূরের এই তরুণী। শ্রীদেবীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শ্রীদেবী অন্তিম শ্রদ্ধা জানিয়েছেন প্রিয়া। ভিডিও-তে তাকে ‘কভি আলবিদা না কেহেনা’ গান গাইতে শোনা গিয়েছে। করণ জোহরের সিনেমার এই নামের সিনেমার গান গেয়ে শ্রীদেবীকে শ্রদ্ধা জানিয়েছেন প্রিয়া।
ক্যাপশনে লিখেছেন, ‘ইতিহাস কখনও প্রকৃতপক্ষে বলে না, বিদায়। ইতিবাস বলে, আবার দেখা হবে’।

এর আগে প্রিয়া টুইট করেন যে, ‘আমার সর্বকালের সেরা অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুতে আমি শোকাহত। আমাদের হৃদয়ে তিনি চিরদিন থাকবেন’।

জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।