বাদীর স্বীকারোক্তি : খালেদা জিয়া টাকা আত্মসাত করেননি


প্রকাশিত: ০৮:৩১ এএম, ২৩ জুলাই ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, খালেদা জিয়া সরকারি কোন টাকা আত্মসাত করেন নি বাদী তা স্বীকার করেছেন। সুতরাং এই মামলা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এতে কোন সন্দেহ নেই। বৃহস্পতিবার দুপুরে বকশিবাজারে অবস্থিত কারা অধিদফতরের প্যারেড মাঠের বিশেষ আদালতে বাদীকে আংশিক জেরা শেষে পরবর্তী তারিখ (৩ আগস্ট) ধার্য হওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

ব্যাক্তিগত ট্রাস্টে সরকারী টাকা আত্মসাতের সুযোগ নেই দাবি করে খন্দকার মাহবুব হোসেন বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা করা হয়েছে।

তিনি বলেন, মামলা প্রমাণ করার জন্য অভিযোগকারীকে আদালতে উপস্থাপন করতে হবে। কিন্তু দুদক কাউকে উপস্থিত করতে পারেনি।

তিনি আরো বলেন, বিচারক প্রথমে মামলার পরবর্তী তারিখ ৩০ জুলাই ধার্য করলে আমরা সময় বাড়ানোর আবেদন করি। পরবর্তীতে তিনি ৩ আগস্ট নতুন তারিখ ধার্য করেন।

এমএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।