লালদীঘি ময়দান দখলমুক্তে ছাত্রলীগের আল্টিমেটাম
চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দান আগামী ১৫ দিনের মধ্যে দখলমুক্ত করতে আল্টিমেটাম দিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ আল্টিমেটাম দেওয়া হয়।
বিবৃতিতে ঘোষিত সময়ের মধ্যে লালদীঘি ময়দান দখলমুক্ত না হলে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে নগর ছাত্রলীগের এ দুই নেতা জানান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাক্ষীসহ, ভাষা আন্দোলন, বাঙালীর স্বাধিকার আদায় আন্দোলনের প্রত্যক্ষ সাক্ষী এ ঐতিহাসিক লালদীঘি ময়দান। জাতীয় রাজনীতিতে লালদীঘি ময়দানের নাম গুরুত্ব সহকারে বিবেচিত হয়। চট্টগ্রামের শত বছরের সংস্কৃতি চর্চার অন্যতম তীর্থস্থান এ লালদীঘি ময়দান। কিন্তু কিছু স্বার্থন্বেষী মহলের হাতে জিম্মি হয়ে লালদীঘি ময়দান আজ তার ইতিহাস-ঐতিহ্য হারাতে বসেছে।
ময়দানের সীমানা প্রাচীর ভেঙ্গে মাঠের ভেতরে কার-মাইক্রোবাস প্রবেশ করে এ মাঠকে একটি গাড়ির ষ্ট্যান্ডে পরিণত করেছে। এ নিয়ে বিভিন্ন সময় প্রতিবাদ করা হলেও যথাযথ কর্তৃপক্ষের অবহেলার কারণে তা দখরমুক্ত হয়নি।
এএইচ/পিআর