বজরঙ্গীর লাভের টাকা কৃষকদের দেবেন সালমান


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২২ জুলাই ২০১৫

দেনার দায়ে ভারতে ক্রমশ বাড়ছে কৃষক আত্মহত্যার মতো ঘটনা।  ফলনের হার কম বা বেশি,  ফসলের ন্যায্যমূলো না পাওয়াতে সরকারকেই দুষছে কৃষকদের একাংশ। এই বিষয়ে সরকার এগিয়ে না আসলেও, কৃষকদের দুরবস্থা দূর করতে এবার তাদের পাশে দাঁড়ালেন ভাইজান। পরিচালক কবির খান ও অভিনেতা সালমান খান ঠিক করেছেন তারা ‘‘বজরঙ্গি ভাইজান”-এর লাভের একাংশ দান করবেন কৃষকদের।

সম্প্রতি পরিচালক কবির খান, সালমান খানের বোন আলভিরা খান এবং বিজেপি সদস্য সাইনা এনসি মহারাষ্ট্রের রাজস্ব মন্ত্রী একনাথ খার্দেসের সঙ্গে দেখা করে, সীমান্ত বিদ্বেষ ভুলে গিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বদের ‘বজরঙ্গি ভাইজান’ দেখার নিমন্ত্রণ জানিয়েছেন।

এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।