মোদি সরকারের সমালোচনায় নেহা


প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২২ জুলাই ২০১৫

মোদি সরকারের কার্যক্রমে সব সময় বাহবাহ দিয়েছেন বলিউড সেলিব্রেটিরা। এমনকি মোদির নেয়া বিভন্ন কর্মসূচিতে হাসিমুখে অংশ্র গ্রহণ করেছেন বলিউড তারকারা। কিন্তু বলিউডের একসময়ে সেনসেশন নেহা ধুপিয়ার কি এমন ঘটলো যে হাত ধুয়ে মোদি সরকারের পিছনে লেগেছেন। মোদি সরকারের কঠোর সমালোচনায় ভাসিয়ে দিয়েছেন নিজের টুইটার।

টুইটারে নেহা লিখেন, টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। রাস্তায় পানি জমে থাকায় শ্লথগতিতে এগচ্ছে গাড়ি। কোথাও আবার গাড়ি যাওয়ার অবস্থাও নেই। এককথায় যানজটে আটকে আছে সাধারণ মানুষ। আর এমন সময়ে নাগরিকদের পাশে থাকাই সরকারের কর্তব্য। কিন্তু সে দিকে কোনো নজরই নেই বিজেপি সরকারের। অথচ ‘যোগ দিবস’এ শরীরচর্চা থেকে মেয়ের সঙ্গে সেলফি তুলে, টুইটারে পোস্ট করতে বেশ উদ্যোগী এই সরকার। কিন্তু সেলফি আর যোগ দিয়ে মাতিয়ে রাখাটা প্রকৃত সরকারের কাজ নয়। বরং নাগরিকদের নিরাপদে রাখাটাই তাদের দায়িত্ব।

এ দিকে, নেহার এই টুইট বার্তার পরই আমজনতার একের পর এক পাল্টা টুইটে ভাসতে থাকে টুইটার। যেখানে নেহার বিপরীতে গিয়ে অনেকে অবুজ বলেছেন তাকে। যদিও সরাসরি নেহাকে কেউ সমর্থন না দিলেও পরোক্ষভাবে তার সঙ্গে একমত পোষণ করেছেন অনেকেই।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।