অনুপমের গানে বাংলাদেশের মেয়ে নাবিলা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় বেঁধেছেন নতুন গান। শিরোনাম ‘বাংলাদেশের মেয়ে’। গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। প্রকাশ হবে শিগগিরই। তার আগেই দেখা গেল ট্রেলার। সেখানে মিললো চমক। অনুপমের গানটিতে বাংলাদেশের মেয়ে হিসেবে তিনি বাংলাদেশের মেয়েকেই বেছে নিয়েছেন। আর সেই মেয়ে হলেন ‘আয়নাবাজি’খ্যাত নাবিলা।

‘ওগো বাংলাদেশের মেয়ে, তুমি অনেক কথাই বললে আমায়, আমার দিকে চেয়ে/ ভালোবেসে আমি ফেলেছি, জানাতে চাইছি লজ্জার মাথা খেয়ে’- এমন শিরোনামে ‘বাংলাদেশের মেয়ে’ গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়। গানের ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

বিজ্ঞাপন

এই ভিডিওটি প্রসঙ্গে বলেন, ‘প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে কাজ করলাম। চমৎকার অভিজ্ঞতা হয়েছে। অনুপম রায় দুই বাংলার জনপ্রিয় গানের মানুষ। তার সঙ্গে এই কাজটি আমাকে অনেক আনন্দ দিয়েছে। আশা করছি গানটি ও তার ভিডিও পছন্দ হবে সবার।’

দেখুন গানটির ট্রেলার :

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।