মিলন-মমর ‘উল্টো পিঠে ভালবাসা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

খালাতো বোনের সাথে রাহাতের আগেই বিয়ে ঠিক ছিলো যা খালাতো বোন ঝিলিক জানতো না । ঝিলিক বিয়ের বিষয়টা জানার পর জানিয়ে দেয় কোন ভাবেই রাহাতকে বিয়ে করবে না। তখন বাড়িতে রাহাতের অবস্থা দিন দিন প্রতিকূলে যেতে থাকে , এদিকে ঝিলিক যে ছেলেকে ভালবাসে তার নাম আবির, সে বিদেশ থেকে দেশে এসেছে, ঝিলিক তার কাছে গেলে আবির তার ভালবাসাকে স্বাগতম জানায় , অপর দিকে আবির ঝিলিক কে ঠেলে দেয় অন্ধকার জগতের দিকে , এক দিকে রাহাত অনুশোচনায় ভুগতে থাকে কেন বলতে গেলাম বিয়ের কথা। তার পরে কী হয়?

দেখা যাবে ‘উল্টো পিঠে ভালবাসা’ শিরোনামের একটি নাটকে। ফজলুল সেলিমের রচনা ও পরিচালনায় নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারী মম।

milon-ineer

নির্মতা ফজলুল সেলিম বলেন,‘সম্প্রতি নাটকটির শুটিং শেষ করেছি। নাটকটি নির্মাণ করা হয়েছে ঈদুল ফিতর উপলক্ষে, আমারা আরও একটি নাটক নির্মাণের প্রস্তুতি নিয়েছি মোশাররফ করিম কে নিয়ে , নাটকটির নাম সর্দার। দুটি নাটিই ঈদুল ফিতর এর অনুষ্ঠানমালায় দেখা যাবে।’

‘উল্টো পিঠে ভালবাসা’ নাটকে আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারী মম ছাড়াও আরও অভিনয় করেছেন
রহমত আলী , ওয়াহিদা মল্লিক জলি , টুটুল চৌধুরী ,সানজিদা তন্ময় ,মিয়া ফারুক সহ অনেকে ।

এমএবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।