প্যারিসে পাকিস্তানি বিমানের জরিমানা


প্রকাশিত: ০৫:১২ এএম, ২২ জুলাই ২০১৫

পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমানের জরিমানা করেছে ফ্রান্সের প্যারিস বিমানবন্দর কর্তৃপক্ষ। গত বছরের সেপ্টেম্বরে প্যারিস বিমান বন্দর কর্তৃপক্ষের একটি নির্দেশ অমান্য করার কারণে এ জরিমানা করা হয়েছে। বুধবার ডন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিস বিমানবন্দরে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত বিমান চলাচলে বিধিনিষেধ রয়েছে। কিন্তু গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের একটি বিমান এই বিধি লঙ্ঘন করে। এর পরিপ্রেক্ষিতে প্যারিস ওই বিমান কর্তৃপক্ষকে ৪০ হাজার ইউরো জরিমানা করেছে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য পাকিস্তান এয়ারলাইন্স কর্তৃপক্ষকে সতর্ক করে দেয়া হয়েছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।