আজ শাহ আব্দুল করিমের ১০২তম জন্মদিন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

‘বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সই গো, বসন্ত বাতাসে’- বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানটি কয়েক দিন থেকে বেশি বেশি শোনা যাচ্ছে। আজ ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০২ তম জন্মবার্ষিকী। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার ধলআশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইব্রাহীম আলী ও মাতার নাম নাইওরজান।

দারিদ্র ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া বাউল শাহ আবদুল করিমের সঙ্গীত সাধনার শুরু ছেলেবেলা থেকেই।
তিনি বাউলগানের দীক্ষা লাভ করেছেন সাধক রশীদ উদ্দীন, শাহ ইব্রাহীম মাস্তান বকশ এর কাছ থেকে। শরীয়তী, মারফতি, দেহতত্ত্ব, গণসংগীতসহ বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন। উপহার দিয়েছেন অনেক মনে রাখার মতো গান।

জন্মবার্ষিকী উপলক্ষে মরমি এই গীতি কবি কে ভিন্ন ভাবে স্মরন করছে দেশের অন্যতম অডিও প্রতিষ্ঠান ‘ঈগল মিউজিক’। বাউল সম্রাট এর জীবন ও কর্ম নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছেন এই প্রতিষ্ঠান। প্রতিবেদনটি গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন সঙ্গীত শিল্পী সারোয়ার শুভ। তার জন্ম বার্ষিকীতে ডকুমেন্টারি টি প্রকাশ পেয়েছে ঈগলের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে ঈগল মিউজিকের চেয়ারম্যান কচি আহমেদ বলেন, ‘ শাহ আব্দুল করিম ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি অজস্র বাউল গান রচনা করেছেন। যা আজ সমান ভাবে জনপ্রিয়। তিনি তার জীবদ্দশায় রাষ্ট্রীয় ভাবে সম্মাননা পেয়েছেন যার মধ্যে একুশে পদক অন্যতম। আমরা তার জীবন কর্ম প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে সচেষ্ট। আর তাই আমরা মরমি এই কবি কে শ্রদ্ধা জানাতেই তার জন্ম বার্ষিকী উপলক্ষে তার জীবন এবং কর্ম নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছি, যার মাধ্যমে এখনকার তরুন সমাজ বাউল সম্রাট সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবে। আমরা বাউল গানের এই সাধক কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।’

এ প্রসঙ্গে বাউল পুত্র শাহ নুর জালাল করিমের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘বাবা কে নিয়ে এরকম সুন্দর একটি পরিকল্পনা নিঃসন্দেহে অনেক ভাল একটি উদ্যোগ । এই ডকুমেন্টারি টি তৈরির কাজে সঙ্গীত শিল্পী সারোয়ার শুভ আমাদের বাড়ীতে এসেছিলেন। এরকম সুন্দর একটি উদ্যোগের জন্য আমার পক্ষ থেকে ঈগল মিউজিক কে ধন্যবাদ জানাই। তারা তাদের এই চেষ্টায় প্রসংশার দাবি রাখে।’

উল্লেখ্য, ২০০৯ সালের ১২ই সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আবদুল করিম মৃত্যু বরণ করেন। তবে এখনও তিনি বেঁচে আছেন তার সৃষ্টিশীল কাজের মধ্যে কোটে মানুষের হৃদয়ে। শাহ আবদুল করিমকে নিয়ে প্রকাশিত ডকুমেন্টারির ভিডিও...

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।