ভালোবাসা দিবসে এফডিসি পরিষ্কার অভিযান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

ভালোবাসা দিবসে যখন প্রেমের নাটক সিনেমা মুক্তির হিড়িক তখন এক ভিন্ন রকম কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ চলচ্চত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। ভালোবাসা দিবসে এফডিসি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবেন তারা। বুধবার সকাল ১১টায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে এফডিসি থেকে।

নির্দিষ্ট সময়ের মধ্যে শিল্পী সমিতির সামনে চলচ্চিত্র কর্মিদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। এতে অংশগ্রহন করবেন ঢাকা উত্তর কর্পোরেশনের প্যানেল মেয়র , দক্ষিণ সিটি মেয়র এফডিসির মহাপরিচালক সহ চলচ্চিত্রাঙ্গনের মানুষেরা।

এ বিষয় চলচ্চিত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘এফডিসি আমাদের প্রাণের জায়গা। একজন শিল্পীর অভিনয় করা ছাড়াও আরও অনেক সামাজিক দায়িত্ব থাকে। আমাদের পরিবেশ ভালো রাখার দায়িত্ব আমাদেরই। মনের আনন্দেই আমরা এমন একটি ভালো কাজে অংশ নিতে চাই।’

এমএবি/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।