ভালবাসা দিবসে শ্যামলের চিঠি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮

এবারের ভালবাসা দিবসকে উপলক্ষ্য করে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিঠি’। আসছে ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে ডেডলাইন প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। চিঠি’র চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এস এম ফজলে রাব্বি। গল্প লিখেছেন নসিব পঞ্চম জিহাদি।

দুজন প্রাপ্ত বয়স্ক যুবক যুবতীর না বলা ভালবাসার গল্প নিয়ে তৈরি হয়েছে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিঠি’। এতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা শ্যামল মাওলা, টিভি অভিনেত্রী মৃণালিনী শাওলী, অভিনেতা সেলিম আহমেদসহ বেশ কয়েকজন অভিনয় শিল্পী।

‘চিঠি’ নিয়ে পরিচালক এস এম ফজলে রাব্বি বলেন, ‘আসলে বর্তমান সময়ে বিনোদন চলে এসেছে আমাদের হাতের মুঠোতে। প্রযুক্তির উন্নয়নের কারনে আমরা এখন মোবাইলে বসেই দেখি নাটক, সিনেমা সহ নানান কিছু। আর তরুণ প্রজন্মের কাছে ইউটিউব এখন পছন্দের তালিকায় রয়েছে এক নম্বরে। আমার এই গল্পটি যেহেতু স্বল্পদৈর্ঘ্য তাই আমি দর্শকদের কাছে অনুরোধ করব যেন তারা আগামী ১৪ তারিখ ডেডলাইন প্রোডাকশন এর ইউটিউব চ্যানেলে এই চিঠি গল্পটি দেখে। আমি আশা করি যারা আমার এ নির্মানটি দেখতে তারা হতাশ হবেন না।’

উল্লেখ্য, গেল বছরে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শ্যুটিং করা হয় পুরাতন ঢাকার নারিন্দা এলাকায়।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।