লন্ডনে ইসলামের দাওয়াত দিচ্ছেন অনন্ত জলিল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

অনেকদিন চলচ্চিত্রে নেই। সময় দিচ্ছেন ব্যবসায়, সমাজ সেবায়। পাশাপাশি গেল বছর থেকেই তিনি মন দিয়েছেন ধর্ম কর্মে। ধর্ম শুধু পালনই করছেন না তিনি, এর প্রচার ও প্রসারেও ব্যস্ত রয়েছেন। নিয়মিতই অংশ নিচ্ছেন তাবলিগ জামাতে।

সেই ধারাবাহিকতায় এবার ইসলামের দাওয়াত নিয়ে লন্ডনে পাড়ি জমালেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা অনন্ত জলিল। গেল ৫ ফেব্রুয়ারি তিনি লন্ডনে পৌঁছান। সেখানে নানা স্থানে ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দিচ্ছেন তিনি।

নিজের ফেসবুক পেজে অনন্ত জানান, লন্ডনে তিনটি মসজিদে তাবলিগে অংশ নেবেন তিনি। তিনি বলেন, ‘আগামীকাল ৮ তারিখে মাগরিবের পর ইস্ট লন্ডন মার্কাজি মসজিদে। উল্লেখিত সময়ে আমি ও মুফতি ওসামা ভাই উপস্থিত থাকবো। আশা করি যে মসজিদ আপনাদের কাছে হয় আপনারা অবশ্যই আসবেন।’

এর আগে গেল ৫ ও ৬ ফেব্রুয়ারি ইংল্যান্ডের দুটি মসজিদে ইসলাম বিষয়ক বক্তব্য দেন এ নায়ক। ইসলাম প্রচার ও তিন দিনের চিল্লা শেষে ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজ শেষ করে ১০ তারিখ তিনি ঢাকা ফিরতে পারেন বলে জানা গেছে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।