সরি ছাড়াই অপূর্ব-আশার ভালোবাসা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৮ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

আরটিভির জন্য নির্মিত হয়েছে নতুন নাটক। নাম ‘উইদাউথ সরি লাভ’। আকাশ রঞ্জনের রচনা ও শেখ সেলিমের পরিচালনায় বিশেষ এই নাটকে জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও আজমেরী আশা। রোমান্টিক প্রেমের গল্পটিতে তারা হাজির হয়েছেন মজার চরিত্রে।

এই দুজন ছাড়া আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, বাশার বাপ্পি, মোশাররফ হোসেন, সৈকত, অনিক আল মনির প্রমুখ।

নাটকটি সম্পর্কে অপূর্ব বলেন, ‘গল্পটিতে নতুনত্ব রয়েছে। সাধারণত আমরা কারণে অকাণে ‘সরি’ শব্দটি উচ্চারণ করি। আমাদের প্রাত্যাহিক জীবনে সরি শব্দটি সম্ভবত বেশি উচ্চারিত হয়। এই সরি কখনো কখনো বিরক্তির কারণ হয়েও দাঁড়ায়। আবার সরি না বলায় বিপদেও পড়তে হয়। প্রেমের মধ্যেও সরির গুরুত্ব দেখানো হবে এই গল্পে।’

আজমেরী আশা বলেন, ‘শেখ সেলিম ভাইয়ের সঙ্গে এর আগেও কাজ করেছি। খুব ভালো লাগে তার নির্মাণে কাজ করতে। ‘উইদাউথ সরি লাভ’ নাটকের গল্পটি আমার খুব ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’

নাটকটি নাইটএঙ্গেল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে। প্রযোজনা করেছেন ড.রনি কামাল। এটি আগামী শুক্রবার, ৯ ফেব্রুয়ারি রাত ৮ টায় আরটিভিতে প্রচার হবে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।