হঠাৎ মধ্যবয়স্ক আসিফ আকবর

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৮

চুলে পাক ধরেছে। কাঁচায় পাকা মেশানো চুল। চোখে পাওয়ারফুল লেন্সের চশমা, দৃষ্টি অনেক দূরে। সেই তাকিয়ে থাকায় গভীর শূন্যতা। গায়ে সাদা চাদর। দেখলে যে কেউ নিঃসঙ্গ কোনো এক মধ্যবয়স্ক বলেই ধরে নেবেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবরকে।

ঠিক তাই। এলো মেলো ভাবনার এমনই মধ্যবয়স্ক নিঃসঙ্গ মানুষের চরিত্রে এবার পাওয়া যাবে এই কণ্ঠশিল্পীকে। সম্প্রতি ‘ফুঁ’ দিয়ে মাতিয়েছেন তিনি। আবারও করছেন নতুন আয়োজন। নিজের গাওয়া নতুন গান ‘তোমার বাইরে’র মিউজিক ভিডিওতে মডেল হিসেবে এই সাজ নিয়েছেন আসিফ আকবর

আহমেদ রাজিবের লেখা গানটি সুর করেছেন পল্লব স্যার্নাল। এর সংগীতায়োজন করেছেন পার্থ মজুমদার। নতুন এই গান প্রসঙ্গে জাগো নিউজকে আসিফ আকবর বলেন, ‘আমি চাই আমার শ্রোতা, ভক্তরা যেন একঘেয়েমিতে না ভুগেন। তাই আমি সবসময় নিত্য নতুন কিছু করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় একজন নিঃসঙ্গ মধ্যবয়স্ক মানুষের জীবনের গল্প নিয়ে আসছি।’

আসিফ জানান, এরই মধ্যে গানটির ভিডিও নির্মাণ শেষ হয়েছে। এটি নির্মাণ করেছেন ইয়ামিন ইয়ুস। ভালোবাসা দিবসের আগেই আর্বের ব্যানারে প্রকাশিত হবে গানটি।

এমএবি/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।