নিরবের নায়িকা এবার জলি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৪ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৮

'মায়া ইজ ব্যাক' এই ডায়লগটির সাথে সবাই বেশ পরিচিত। গেলো বছরের শেষের দিকে মুক্তি পেয়েছিল চিত্রনায়ক নিরব অভিনীত 'গেইম রিটার্নস' ছবিটি যেখানে মায়া চরিত্রে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল।এই ছবিরই একটি ডায়লগ এটি।

এবার সম্পূর্ণ ভিন্ন লুকে নতুন একটি ছবিতে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় এ চিত্রনায়ক। তার সঙ্গে নতুন রসায়নে জুটি বাঁধতে যাচ্ছেন চিত্রনায়িকা জলি। এ দুই চিত্রতারকার নতুন ছবির নাম ‘অফিসার রিটার্নস’।

এটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। ছবির গল্প ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই এবং প্রযোজনা করছেন আব্দুল বাছেদ।

গতকাল রবিবার সন্ধ্যায় নিরব ও জলি ‘অফিসার রিটার্নস’ ছবিতে লিখিতভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন, 'সম্পূর্ণ মৌলিক গল্পের একটি ছবি নির্মাণ করতে যাচ্ছি নিরব ও জলিকে নিয়ে। ছবির নাম 'অফিসার' রাখতে চেয়েছিলাম কিন্তু এফডিসির পরিচালক সমিতিতে একই নামে এর আগে একটি ছবি এন্ট্রি আছে। এছাড়া নিরবের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'গেইম রিটার্নস' ছবিটি বেশ প্রশংসিত হয়। 'রিটার্নস' নিরবের জন্য লাকি ওয়ার্ড। আর আমার গল্পের সাথে 'অফিসার রিটার্নস' নামটিই যুতসই। তাই নাম এটি রেখেছি। এ ছবির মাধ্যমে দর্শক নিরব ও জলিকে একদমই ভিন্ন লুকে দেখতে পাবে।'

তিনি জানান, আগামী ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় এফডিসির ঝর্ণা শুটিং স্পটে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। আর সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়েই ছবির শুটিং শুরু করব।

চিত্রনায়ক নিরব বলেন, 'ছবির গল্পটি আমাকে মুগ্ধ করেছে। এই ছবিতে আমাকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। যে তার দায়িত্ব পালনে সবসময় রাফ অ্যান্ড টাফ। চরিত্রের জন্য নিজের লুকে কিছু পরিবর্তন আনতে হবে। যে প্ল্যানিং নিয়ে এই ছবিটি করতে যাচ্ছি, সবকিছু ঠিকভাবে শেষ করতে পারলে একটি সাকসেসফুল প্রজেক্ট হবে ‘অফিসার রিটার্নস’।'

চিত্রনায়িকা জলি জানান, 'ছবির গল্পটি আমার অনেক ভালো লেগেছে। এখানে আমি একজন বার ডান্সার। চরিত্রের গভীরতাও অনেক বেশি। একেবারে নতুন একটি চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসবো। আর নিরব ভাইয়ের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছি। সবমিলিয়ে বলবো, ভালো একটি কাজ হতে যাচ্ছে।'

নিরব-জলি ছাড়াও অফিসার রিটার্নসে অভিনয় করবেন কলকাতার একজন জনপ্রিয় অভিনেতা। অন্যান্য কলাকুশলী সম্পর্কে খুব শিগগিরই জানানো হবে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।