এবার ফেরার পালা


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ২০ জুলাই ২০১৫
ফাইল ছবি

প্রিয় জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে এবার ঢাকায় আসতে শুরু করেছে মানুষ। রোববার শেষ হয়ে গেছে ঈদের ছুটি। সোমবার শুরু হয়েছে অফিস।

যারা অতিরিক্ত ছুটি নেননি, তারা সোমবার অফিস শুরু করেছেন। ফলে তাদের অনেকেই রোববার রাতেই ঢাকায় পৌঁছেছেন।অনেকে আবার সোমবার ভোরে ঢাকায় ফিরেছেন।

মহাখালি, গাবতলী, সায়েদাবাদ বাসট্যান্ড  ও কমলাপুর রেল স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকায় ফেরা যাত্রীদের তেমন ভিড় নেই। তবে অনেকেই আসতে শুরু করেছেন।

ঢাকায় ফিরে আসা কয়েকজন যাত্রী জানান, সোমবার অফিস করতে হবে। ছুটি নেননি। তাই তিনদিনের ছুটি কাটিয়ে ফিরে এসেছেন। আবার পরে ভিড় ও ভোগান্তি বাড়তে পারে চিন্তা করেও অনেকে ফিরে এসেছেন ঢাকায়।

জানা গেছে, ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছয়টি ট্রেন কমলাপুরে এসে পৌঁছেছে। তবে বড় কোন শিডিউল বিপর্যয় নেই ফিরতি যাত্রায়। একই ভাবে যানজটের কোন খবর পাওয়া যায়নি মহা সড়কে।

এসএ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।