হুমায়ূন আহমেদের প্রিয় স্কুল এমপিওভুক্ত করার দাবি
জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে ভক্তরা লেখকের স্মৃতির উদ্দেশ্যে তার নেত্রকোনার পৈতৃকবাড়িতে নানা কর্মসূচি পালন করেছেন। হুমায়ূন আহমেদের স্বপ্নের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী এসব কর্মসূচির আয়োজন করে।
এ সময় অনষ্ঠিানে স্কুলটি এমপিওভুক্ত করতে সরকারের কাছে দাবি জানান আয়োজকরা।
লেখকের চাচা আলতাফুর রহমান আহমেদ বলেন, হুমায়ূন আহমেদের মৃত্যুর পর সরকারের উচ্চপর্যায় থেকে হুমায়ূনের স্বপ্নের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠ এমপিওভুক্ত করার আশ্বাস দেওয়া হয়েছিল। অথচ আজ পর্যন্ত বিদ্যালয়টি এমপিওভুক্ত করা হয়নি। এতে শিক্ষক-কর্মচারীসহ আমরা সবাই হতাশ।
স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, এবার এসএসসি পরীক্ষায় জেলার সেরা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ তৃতীয় স্থান দখল করেছে।
লেখকের মৃত্যুবার্ষিকীতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী কালো ব্যাজ ধারণ করেন। শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণ থেকে শোক শোভাযাত্রা বের করা হয়। পরে লেখকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের কোরআন খতম, লেখকের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণমূলক আলোচনাসভা এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরএম/এসকেডি/পিআর