মাগুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু


প্রকাশিত: ১০:১৪ এএম, ১৯ জুলাই ২০১৫
প্রতীকী ছবি

মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের পাটকেলবাড়ি গ্রামে বজ্রপাতে বুদ্ধিশ্বর (৪৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববারের এ ঘটনায় বুদ্ধিশ্বরের ছেলেসহ আশপাশের গ্রামের অন্তত আরো ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, রোববার বেলা ১১টার দিকে বৃষ্টির মধ্যেই কৃষক বুদ্ধিশ্বর ও তার ছেলে ধানক্ষেতে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে বুদ্ধিশ্বর ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে, কামারপাড়া গ্রামে বজ্রপাতে মা-মেয়ে আহত হয়েছেন।

মঘি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ জাগো নিউজকে জানান, কামারপাড়া গ্রামের জামান মিয়ার স্ত্রী ফুলবান ও তার মেয়ে জিনিয়া দু’জনই নিজেদের বাড়ির আঙ্গিনায় কাজ করার সময় বজ্রপাতে আহত হন। তিনি আরো জানান, একই সময় পার্শ্ববর্তী ভাবনহাটি গ্রামের আরো দুইজনসহ মির্জাপুর গ্রামে তিনজন আহত হন।

এদের মধ্যে মৃত বুদ্ধিশ্বরের ছেলে হারধন বিশ্বাস (১৬), মঘি ইউনিয়নের কামারপাড়া গ্রামের জামান মিয়ার স্ত্রী ফুলবান (৪০) ও তাদের মেয়ে জিনিয়াকে (১৯) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা আশঙ্কামুক্ত বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন মাগুরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ বিশ্বাস।

মো. আরাফাত হোসেন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।