নায়করাজকে নিয়ে গান বাঁধলেন সুমন কল্যাণ
ঢাকাই সিনেমার প্রাণপুরুষ ছিলেন নায়করাজ রাজ্জাক। আগামীকাল ২৩ জানুয়ারি তার জন্মদিন। এ উপলক্ষে গান প্রকাশ করেছেন সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী সুমন কল্যাণ। লেজার ভিশনের ইউটিউব চ্যানেল সোমবার দুপুরে প্রকাশ হয়েছে গানটি।
‘তুমি সূর্য, তুমি আলো/আঁধারের পথে আগুন জ্বালো/ কালের যাত্রী তুমি, তোমার নাই তো শেষ/ তুমি নায়করাজ কোটি প্রাণের রেশ’- এমনই কথায় ‘নায়করাজ’ শিরোনামের গানটি লিখেছেন আবু সায়েম চৌধুরী। সুর ও সংগীতায়োজন করে কণ্ঠ দিয়েছেন সুমন কল্যাণ।
‘ছাতার কারিগর’খ্যাত এ গায়ক বলেন, ‘নায়ক বলতে এখনো আমি রাজ্জাককেই বুঝি। ছোটবেলা থেকেই তিনি আমার হিরো। প্রিয় মানুষদের নিয়ে গান তৈরি করতে ভালো লাগে আমার। এর আগেও এমন কিছু গান গেয়েছি। এবার নায়কের জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই আমাদের এই উৎসর্গ।’
এর আগে ২০১১ সালে পপসম্রাট আজম খানের মৃত্যুর পর তাকে নিয়ে ‘গুরু’ শিরোনামে একটি গান করে বেশ প্রশংসিত হন সুমন কল্যাণ। আরো ক’জন গুণী মানুষকে নিয়ে গান গেয়েছেন তিনি। এর মধ্যে আছে- হুমায়ূন আহমেদকে নিয়ে ‘তুমি নেই তুমি আছো’, সুচিত্রা সেনকে নিয়ে ‘রূপালি পর্দা’, মান্না দে’কে নিয়ে ‘পুরনো গান’, রমা চৌধুরীকে নিয়ে ‘একাত্তরের জননী’ ও নির্মলেন্দু গুণকে নিয়ে ‘আরো কিছু কবিতা’।
গানের লিংক-
এলএ/পিআর