জয়পুরহাটে ঈদের জামাত কোথায় কখন


প্রকাশিত: ১২:২৬ পিএম, ১৭ জুলাই ২০১৫

পবিত্র ঈদ উল ফিতর যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে জয়পুরহাট জেলা প্রশাসন। ঈদ উপলক্ষে পৌরসভার উদ্যোগে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ২২ টি ঈদগাহ্ মাঠ পরিষ্কার, রং-চুনকাম, ঈদ মোবারক লেখা ফেস্টুন, ব্যানার ও ৪৪টি তোরণ নিমার্ণ করা হয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকলে জয়পুরহাটে প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে। আর আবহাওয়া প্রতিকূলে গেলে অর্থাৎ বৃষ্টিপাত হলে সুবিধাজনক সময়ে প্রত্যেক পাড়া-মহল্লায় মসজিদে ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, জয়পুরহাট পৌর শহরের বিভিন্ন ঈদগাহ্ মাঠে পৃথক-পৃথক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সুগারমিল ঈদগাহ্ মাঠে ২টি ঈদের জামাত যথাক্রমে সকাল ৭টায় ও সকাল ৮টায়, কালেক্টর ঈদগাহ্ মাঠে সকাল ৮টায়, তেঘর ও কাশিয়াবাড়ী ঈদগাহ্ মাঠে সকাল ৯টায়, জয়পুরহাট সরকারি কলেজ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠের পেশ ইমাম আব্দুল মতিন জাগো নিউজকে জানান, ঈদের জামাতে দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে দেশ ও জাতির অব্যাহত সুখ-শান্তি, অগ্রগতি ও কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ-উল-ফিতর উদযাপনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে এ ব্যাপারে জয়পুরহাট জেলা পুলিশ প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জাগো নিউজকে জানিয়েছেন জয়পুরহাট পুলিশ সুপার (এসপি) মোল্যা নজরুল ইসলাম।

ঈদের প্রস্তুতি গ্রহণ প্রসঙ্গে জয়পুরহাট জেলা প্রশাসক আব্দুর রহিম জাগো নিউজকে জানান, ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি ও স্থায়িত্ব শাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদ উপলক্ষে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল, জেলা কারাগার, শিশু পরিবার, এতিমখানাগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

রাশেদুজ্জামান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।