ফার্স্ট লেডি ঐশ্বরিয়া রাই!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২১ জানুয়ারি ২০১৮

রাষ্ট্রের প্রেসিডেন্টের স্ত্রীকে ফার্স্ট লেডি বলে আখ্যায়িত করা হয়। সেক্ষেত্রে অভিষেক বচ্চন প্রেসিডেন্ট না হলেও ঐশ্বরিয়া বচ্চন ঠিকই জিতেছেন ফার্স্ট লেডি খেতাব। সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অ্যাশকে এই খেতাবে ভূষিত করেন।

কর্মক্ষেত্রে সাফল্যের জন্য রাষ্ট্রপতি কর্তৃক ভারতের সফল নারীদের ‘ফার্স্ট লেডিস’ সম্মাননা দেয়া হয়। এ জন্য ১১২টি বিভিন্ন ক্ষেত্র থেকে পুরস্কার প্রাপকদের বেছে নেওয়া হয়। শনিবার এক জাকজমক আয়োজনের মাধ্যমে ঐশ্বরিয়ার হাতে তুলে দেয়া হয় এই সম্মাননা।

টানা ১৫ বছর ধরে ভারতীয় চলচ্চিত্রের প্রতিনিধি হিসেবে কান চলচ্চিত্র উৎসবে যাওয়া আসা ঐশ্বরিয়ার। শুধু তাই নয়, প্রথম ভারতীয় হিসেবে কান চলচ্চিত্র উৎসবে জুরির দায়িত্বও পালন করেছেন তিনি।

এদিন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা ধূসর রঙের শাড়িতে সেজেছিলেন ঐশ্বরিয়া। লাল টিপ, সঙ্গে মানানসই গহনা। পুরো অনুষ্ঠানে লাইমলাইটে ছিলেন তিনি।

আরএএইচ/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।