শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে যানবাহনের দীর্ঘলাইন


প্রকাশিত: ১০:১৩ এএম, ১৭ জুলাই ২০১৫

বৈরী আবহাওয়ার মাঝেও সকাল থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে। কানায় কানায় পূর্ণ এখন এ রুটের সকল নৌযান ও যানবাহনগুলো। যাত্রীদের সামাল দিতে যানবাহন কম নিয়েই মাওয়া থেকে যাত্রী ভরে ফেরিগুলো পদ্মা নদী পাড়ি দিচ্ছে। এতে করে শিমুলিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। অতিরিক্ত চাপ সত্ত্বেও শিমুলিয়া থেকে লঞ্চগুলোকে ওভারলোড নিয়ে ছাড়তে দিচ্ছে না প্রশাসন।

কাওড়াকান্দি ঘাটে আসা যাত্রীরা পড়ছেন ভাড়ার নৈরাজ্যে ও যানবাহন সংকটে। এছাড়া শিমুলিয়া থেকে স্পিডবোটে বাড়তি ভাড়া গুনে যাত্রীদের যেতে হচ্ছে কাওড়াকান্দি ঘাটে। এরপর আবার কাওড়াকান্দিও যাত্রীদের দিতে হচ্ছে কয়েকগুণ ভাড়া। অন্যদিকে, বাসগুলো বহন করছে ছাদবোঝাই যাত্রী। আর নসিমন, করিমনসহ অবৈধ যানবাহন চলছে অবাধে।  

যাত্রীদের এতো চাপের মাঝেও আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কঠোর অবস্থানের কারণে ঘাট এলাকায় সু-শৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।

মাদারীপুর জেলা প্রশাসক মো. কামালউদ্দিন বিশ্বাস ও পুলিশ সুপার (এসপি) সরোয়ার হোসেন কাওড়াকান্দি ঘাটে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

এ কে এম নাসিরুল হক/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।