যৌথ প্রযোজনার ইন্সপেক্টর নটি কে আসছে সাফটা চুক্তিতে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৮

ঢাকাই ছবির নায়িকা নুসরাত ফারিয়া ও ওপার বাংলার জিৎ অভিনীত ‘ইন্সপেক্টর নটি কে’ ছবিটি যৌথ প্রযোজনার নিয়ম মেনে শুরু হলেও এখন আর যৌথ প্রযোজনায় থাকছে না। ভারতের একক প্রযোজনায় আজ ১৯ জানুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে।

তবে ভারতের সঙ্গে চলচ্চিত্র আমদানি-রপ্তানি (সাফটা) নীতিমালায় ছবিটি আসছে ২৬ জানুয়ারি বাংলাদেশে মুক্তি পাবে বলে জানা গেছে। ছবিটি দেশে আমদানি করছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

কলকাতার জিৎ’স ফিল্ম ওয়ার্কস ও বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া যৌথভাবে ছবিটির শুটিং শুরু করেছিল মাস চারেক আগে। কিন্তু ছবি শুটিংয়ের শেষ পর্যায়ে এসে বাংলাদেশে যৌথ প্রযোজনার নীতিমালা পুনর্গঠন ও নতুন প্রিভিউ কমিটি গঠিত না হওয়ার কারণে যৌথ প্রযোজনায় ছবিটির মুক্তি নিয়ে জটিলতা রয়েছে। তাই বাধ্য হয়ে এটিকে সাফটা চুক্তিতেই নিয়ে আসতে হচ্ছে জাজকে।

এটি জিতের সঙ্গে নুসরাত ফারিয়ার তৃতীয় ছবি। ভারতের পরিচালক অশোক পতি পরিচালিত এই ছবির পোস্টার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। ইউটিউবে প্রশংসিত হয়েছে ছবিটির কয়েকটি গানও।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।