বাণিজ্য মেলায় হঠাৎ ববিতা ও চম্পা
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের ঐতিহ্যবাহী একটি মেলা। ইংরেজি বছরের প্রথম দিন থেকে শুরু হয় এটি, চলে মাসব্যাপী। প্রতিবারের ন্যায় এবারেও মেলা জমেছে শীতের চাদরে উৎসব আমেজ নিয়ে। বিশ্বের নানা দেশের ব্যবসায়ীরা এখানে কেনাবেচার পসরা সাজিয়ে বসেন। অনেকেই অপেক্ষায় থাকেন বাণিজ্য মেলার, খুব সহজেই অনেক ভালো পণ্যের সন্ধান এখানে পাওয়া যায় বলে।
সাধারণ মানুষদের পাশাপাশি মেলায় ভিড় করেন অনেক তারকারাও। কেউ কেউ যান কেনাকাটা করতে, ঘুরে ফিরে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে। অনেক তারকা আবার বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে হাজির থাকেন বাণিজ্য মেলাতে, ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে। কেউ কেউ ভিড় এড়িয়ে চলতে নিজেকে খানিকটা মুখোশে ঢেকে নেন।
তেমনি আজ মঙ্গলবার বোরকায় মুখ লুকিয়ে হঠাৎ বাণিজ্য মেলায় হাজির হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের নন্দিত দুই অভিনেত্রী ববিতা ও চম্পা। তবে নিজেদের আড়াল করতে চাইলেও ভক্তদের দৃষ্টি তারা এড়াতে পারেননি। ঠিকই সেলফি তুলে, অটোগ্রাফ দিয়ে ভ্ক্তদের আবদার মেটাতে হয়েছে। এতে অবশ্য বেশ আনন্দিতই ছিলেন ঢাকাই সিনেমার বাস্তব জীবনের দুই বোন।
জাগো নিউজের সঙ্গে আলাপকালে ববিতা বলেন, ‘বাণিজ্য মেলায় আসার মধ্যে সবসময়ই আনন্দ কাজ করে। কথা ছিল সুচন্দা আপাকেও নিয়ে আসবো। কিন্তু তার কাজ থাকায় আমি আর চম্পাই এলাম। অনেক মানুষ, সবার চোখে মুখে উৎসবের ছাপ; ভালো লাগছে দেখতে।’
চম্পা জানালেন, ‘অনেক মানুষ থাকে মেলাতে তাই নিজেদের আড়াল করে এসেছিলাম। কারণ লোকজন জড়ো হলে দোকানিদের সমস্যা হয়। কিন্তু ভক্তদের চোখ এড়ানো কী যায়! ঠিকই চিনে ফেললো। মজাই লাগছে সবার সঙ্গে সময় কাটিয়ে।’
কেনাকাটা করবেন কি-না জানতে চাইলে ববিতা বলেন, ‘ঘুরে ফিরে দেখছি। পছন্দ হলে অনেক কিছুই কেনার ইচ্ছে আছে। বাণিজ্য মেলার সুবিধাটা হলো এখানে দেশি-বিদেশি নানা রকম সৌখিন পণ্যের সন্ধান মেলে। আর নিত্য দিনযাপনের পণ্য তো আছেই।’
প্রসঙ্গত, বর্তমানে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন ববিতা। মনের মতো চরিত্র না পাওয়ায় গড়পড়তা মায়ের চরিত্র তিনি এড়িয়ে চলছেন। অন্যদিকে মধ্যে অনেকটা সময় নিরবতায় থাকলেও সম্প্রতি আবারও চলচ্চিত্রে কাজ করছেন চম্পা। পাশাপাশি তার দেখা মিলছে নাটক-টেলিছবিতেও। সর্বশেষ তিনি কবি জসীম উদদীনের ‘কবর’ কবিতা অবলম্বনে নির্মিত শর্টফিল্মেও কাজ করেছেন।
এলএ/আইআই