হিন্দু ধর্মের বৈষম্য নিয়ে নির্মিত হচ্ছে ‘টিকলি’ চলচ্চিত্র

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮

নির্মাতা আকাশ আচার্য্য নতুন বছর শুরু করলেন নতুন ছবি দিয়ে। তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘টিকলি’ নামের চলচ্চিত্র। গতকাল সোমবার সন্ধ্যায় এফডিসির গেটসংলগ্ন চত্বরে এ ছবির মহরত অনুষ্ঠিত হয়। মহরতে পরিচয় করিয়ে দেয়া হয় ছবির কলাকুশলীদের।

টিকলি ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বড়দা মিঠু, শিমুল খান, রিপন, সোহাগ, পাপিয়া, মিথিলা প্রমুখ। এ ছবিটি প্রযোজনা করছে এসপি পিকচার্স।

ছবির পরিচালক আকাশ আচার্য্য তার ছবিটির পরিচয় তুলে ধরে বলেন, ‘হিন্দুধর্মের শ্রেণি বৈষম্য নিয়ে টিকলি সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। ১৯৫৫-৬০ এর দশকে আমাদের সমাজব্যবস্থায় হিন্দু সম্প্রদায়ে উঁচু-নিচু জাত প্রথার প্রচলন ও সেই সময়ের হিন্দু সমাজের প্রেম টানাপোড়ন তুলে ধরা হবে।’

আকাশ আচার্য্য বলেন, যেহেতু গল্পটা পুরো হিন্দু সমাজ ব্যবস্থা নিয়ে, তাই এ ছবিতে সবাই হিন্দু চরিত্রে অভিনয় করছেন।’

গতকাল মহরতের মাধ্যমেই ছবিটির শুটিং শুরু হয়। এরপর ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ থেকে পূবাইলে শুটিং চলবে। চলতি বছরেই ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।

আকাশ আচার্য্য এর আগে ‘মায়াবিনী’ শিরোনামের একটি ছবি নির্মাণ করেছেন। ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। টিকলি হতে যাচ্ছে তার নির্মিত দ্বিতীয় ছবি।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।