সেন্সরে যাচ্ছে শুভ-ঋতুপর্ণার সিনেমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক আলমগীর গেল বছরের শেষদিকে সিনেমা নির্মাণের ঘোষণা দেন। ধীরে ধীরে জানা যায় ছবির নাম ‘একটি সিনেমার গল্প’। এতে জুটি বেঁধে হাজির হয়েছেন আরেফিন শুভ ও কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

এরই মধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে। এবার এটি জমা পড়লো সেন্সর বোর্ডে। আলমগীর জাগো নিউজকে বলেন, ‘অনেকদিন পর সিনেমা নির্মাণে ফিরলাম। প্রত্যাশা অনেক বেশি। যত্ন নিয়ে কাজটি করেছি। নির্ধারিত সময়েই ছবির শুটিং, ডাবিং ও এডিটিং শেষ করেছি। এখন অপেক্ষা প্রেক্ষাগৃহে আসার। শিগগিরই ছবিটি সেন্সরে জমা দেব।’

তিনি বলেন, সেন্সর ছাড়পত্র হাতে আসলেই ছবি মুক্তির তারিখ জানানো হবে।

একটি সিনেমার গল্প আলমগীরের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে। পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য করেছেন তিনি নিজেই। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, হাসান ইমাম, কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেন, আরিফিন শুভ ও সাবেরি আলম।

এর আগে আলমগীর পাঁচটি ছবি নির্মাণ করেছেন। এগুলো হলো- ‘নিষ্পাপ’, ‘নির্মম’, ‘বৌমা’, ‘মায়ের দোয়া’ ও ‘মায়ের আশীর্বাদ’।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।