স্ত্রী নির্যাতনের অভিযোগে গ্রেফতার চলচ্চিত্র নির্মাতা জুয়েল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২২ পিএম, ১১ জানুয়ারি ২০১৮

‘মুখোশ মানুষ-দ্য ফেক’ চলচ্চিত্রের নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েল গ্রেফতার হয়েছেন। স্ত্রী নির্যাতনের অভিযোগে করা নারী নির্যাতন মামলায় রমনা থানা পুুলিশ আজ সকালে তাকে গ্রেফতার করেছে। রমনা থানার ডিউটি অফিসার এসআই আমেনা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইয়াসির আরাফাত জুয়েলের বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে গ্রেফতারি পরওয়ানা জারি ছিল। সে মোতাবেক তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত এখনই কিছু বলা যাচ্ছে না। তবে তিনি জানিয়েছেন, ইয়াসির আরাফাত জুয়েলের বিরুদ্ধে মামলাটি করেছিলেন তার স্ত্রী চন্দনা রাণী শর্মা।

২০১৩ সালের ১৩ই মার্চ বিয়ে চন্দনাকে বিয়ে করেন জুয়েল। কিন্তু বিয়ের পর থেকে শারীরিক ও মানসিকভাবে বারবার নির্যাতন করে আসছিলেন তিনি। বারবার অনুরোধেও শোধরাননি জুয়েল। বাধ্য হয়ে তার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন চন্দনা।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।