জিয়াউর রহমানই দল ভাঙ্গা-গড়া সৃষ্টি করেছেন : হানিফ


প্রকাশিত: ১০:১৭ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৪

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই দল ভাঙ্গা-গড়ার রাজনীতি সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহাবুব-উল আলম হানিফ। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল ভাঙ্গা গড়ায় বিশ্বাসী নয়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই দল ভাঙ্গা-গড়ার রাজনীতি সৃষ্টি করেছেন। তিনি রাষ্ট্র ক্ষমতা দখলের পর যখন দল গঠন করেছিলেন তখন বিভিন্ন দল ভেঙ্গে তার দল গঠন করেছিলেন। এক সময় আওয়ামী লীগকে ভেঙ্গে আওয়ামী মিজান নামের একটি গ্রুপ তৈরি করা হয়েছিল।

হানিফ বলেন, বিএনপি চেয়ারপারসন যিনি দুই দুই বার প্রধানমন্ত্রী ছিলেন, তাঁর কাছ থেকে আরো তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ কথা জাতি আশা করে। শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা প্রকাশ পায়- এমন বক্তব্য দিয়ে নিজেই নিজের জ্ঞানগর্ভের অসহাত্বের কথা প্রমাণ করেন তিনি।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, শহর যুবলীগের আহবায়ক আব্দুল আলীমসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।