নায়ক ছবির খলনায়ক শিমুল খান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:০০ পিএম, ০৮ জানুয়ারি ২০১৮

শিগগিরই শুরু হবে প্রথিতযশা যুগল পরিচালক ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ সিনেমার শুটিং। বর্তমানে এফডিসির তিন নম্বর ফ্লোরে চলছে সেট তৈরির কাজ। আর গতকাল রবিবার সেখানেই আনুষ্ঠানিকভাবে ছবিটির খলনায়ক চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হলেন অভিনেতা শিমুল খান।

এই ছবিতে কাজ করা নিয়ে শিমুল খান বলেন, ‘আমি এই ছবিতে কি চরিত্রে অভিনয় করছি সেটা চমক হিসেবে রাখতে চাই। ছবিটির গল্প সম্পুর্ণ মৌলিক। ভালো একটি ছবি হবে ‘নায়ক’ এটুকুই বলবো। দর্শক বিনোদিত হবেন।’

এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী ও অধরা খান। আরও দেখা যাবে ঢাকাই ছবির প্রিয়দর্শিনী মৌসুমীকে।

উল্লেখ্য আগামী ১০ তারিখ বুধবার ‘নায়ক’ সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। এরপর ১১ তারিখ থেকে এফডিসির তিন নম্বর ফ্লোরে যাদুকাঠি মিডিয়া প্রযোজিত ‘নায়ক’ সিনেমার দৃশ্যধারণ শুরু হবে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।