রাঙ্গামাটিতে চাকমা টেলিফিল্মের প্রকাশনা উৎসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৯:২০ পিএম, ০৭ জানুয়ারি ২০১৮

রাঙ্গামাটিতে ‘ম মনান হিঙিরি বুঝেম’ (মন কী করে বোঝায়) নামে সম্পূর্ণ চাকমা ভাষায় নির্মিত টেলিফিল্মের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। টেলিফিল্মটি প্রযোজনা ও পরিচালনা করেছেন সুপ্রিয় চাকমা শুভ। শনিবার প্রযোজনা সংস্থা হিলর ভালেদি এবং হিলর প্রডাকশন্সের বর্ষপূর্তি উপলক্ষে টেলিফিল্মটির মোড়ক উন্মোচন করা হয়।

হিলর ভালেদি ও হিলর প্রডাকশন্সের সভাপতি সুপ্রিয় চাকমা শুভর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও স্থানীয় উন্নয়ন সংস্থা পার্কের সমন্বয়কারী নুকু চাকমা। স্বাগত বক্তব্য রাখেন হিলর ভালেদির সাধারণ সম্পাদক পরেশ চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন পারমিতা চাকমা ও জয়া চাকমা।

Telefilm-in

অনুষ্ঠানে বক্তারা বলেন, নানা কারণে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর ভাষা, কৃষ্টি, সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। এই ভাষা-সংস্কৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। যাবতীয় অপসংস্কৃতি দূর করে সুষ্ঠু ধারার ভাষা-সংস্কৃতি বিনির্মাণে এ টেলিফিল্ম অপরিসীম ভূমিকা রাখতে পারে।

সুশীল প্রসাদ চাকমা/এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।