বৃষ্টি বিঘ্নিত ম্যাচের সমীকরণ


প্রকাশিত: ১২:১৬ পিএম, ১৫ জুলাই ২০১৫

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ওয়ানডের খেলা বৃষ্টির কারণে বন্ধ রয়েছে। ২৩ ওভার খেলা শেষ হতেই বৃষ্টি নামে। এর আগে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চেপে ধরে দক্ষিণ আফ্রিকাকে। ১৩ ওভার শেষে তাদের সংগ্রহ ৪উইকেটে ৭৮ রান।

রাত ১০টা ২০ মিনিটের মধ্যে খেলা শুরু করা সম্ভব না হলে সিরিজ ভাগাভাগি করবে দুই দেশ। আর এর মাঝে মাঠ খেলার উপযোগী হলে তবে মাঠে গড়াবে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের শেষ একদিনের ম্যাচটি। সেক্ষেত্রে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে কিছু ওভার কমিয়ে খেলা শুরু হবে।  তবে দক্ষিণ আফ্রিকা যদি আর ব্যাটিংয়ের সুযোগ না পায় সেক্ষেত্রে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের জন্য জয়ের লক্ষ্য দাঁড়াবে ২০ ওভারে ৯৯ রান।

এর আগে বাংলাদেশের স্পিনারদের তোপে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে বাংলাদেশের পক্ষে প্রথম আঘাত হানেন পেসার মুস্তাফিজুর রহমান। কুইন্টন ডি কককে (৭) সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান টাইগার এই বোলার। একই ওভারের শেষ বলে আমলাকেও পরাস্ত করে জোরালো আবেদন করেন। টিভি রিপ্লেতে দেখা গেছে বল উইকেটরক্ষক মুশফিকের হাতে যাবার আগে ব্যাটের কানা ছুঁয়ে যায়। তবে আম্পায়ার মাইকেল গফ নিশ্চুপ থাকেন।

এরপর দৃশ্যে আসেন টাইগার স্পিনাররা। সাকিবের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ফর্মে থাকা ডু প্লেসি এবং অধিনায়ক হাশিম আমলাকে ফেরান তিনি। সপ্তম ওভারের প্রথম বলে ডু প্লেসিকেও মুশফিকের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান সাকিব। সুইপ করতে গেলে টাইমিং মিস করেন ডু প্লেসি। উইকেটের পাশেই বল সোজা উপরে উঠে যায়। সেই বল গ্লাভস বন্দী করতে ভুল করেননি উইকেট রক্ষক মুশফিকুর রহিম। সাকিবের করা ১৪তম ওভারের তৃতীয় বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা। ১৬তম ওভারে এবং মাহমুদউল্লাহর করা প্রথম ওভারের প্রথম বলেই মুশফিকুর রহিমের টানা তৃতীয় ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন রিইলে রুশো।

আরটি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।