রাজবাড়ীতে পদ্মা থিয়েটারের ৩ দিনব্যাপী নাট্যোৎসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:১৪ পিএম, ০৬ জানুয়ারি ২০১৮

‘নাটক জারি বিচারগান, মন জমিনে সোনার ধান’- স্লোগানকে ধারণ করে রাজবাড়ীতে পদ্মা থিয়েটারের ৩ দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার কলিবরের বাজারে ‘সমাজ’ নাটকের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।

পদ্মা থিয়েটারের সহ-সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে নাট্যোৎসব উদ্বোধন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহ কমান্ডার মো. দেলোয়ার হোসেন দুলাল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, পদ্মা থিয়েটারের উপদেষ্টা অ্যাড. আলাউদ্দিন ব্যাপারী, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম প্রমুখ।

উদ্বোধনী নাটক ‘সমাজ’র নির্দেশনা দিয়েছেন গিয়াস উদ্দিন তালুকদার ও কাজী আবুল কাসেম। এছাড়া ৬ জানুয়ারি ‘জীবন নদীর তীরে’ ও ৭ জানুয়ারি ‘গৈ-গেরামের পালা’ রাত ৮টায় মঞ্চস্থ হবে।

রুবেলুর রহমান/এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।