কলকাতায় মুক্তি পাচ্ছে সভ্যতার গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ০৫ জানুয়ারি ২০১৮

গত জুলাইয়ে মুক্তি পেয়েছিল কারিশমা শানু সভ্যতার প্রথম একক অ্যালবাম ‘যদি থাকত ডানা’। এবার অ্যালবামটি নিয়ে কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন এই শিল্পী। শুক্রবার দুপুরে কলকাতা থেকে তিনি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সভ্যতা জানান, ‘কলকাতার শ্রোতারা আমাকে দারুণ পছন্দ করে। ওখানকার ক্যাকটারস ব্যান্ডের বেশকিছু সদস্যসহ আরও কয়েকজন শিল্পীর সঙ্গে আমার সখ্যতা গড়ে উঠেছে। মূলত ওদের অনুপ্রেরণাতেই আমি এই উদ্যোগটা নিয়েছি।’

রোববার (৭ জানুয়ারি) দক্ষিণ কলকাতার জোদপুর পার্কের একটি কফি শপে অ্যালবামটির মোড়ক উন্মোচন হবে বলে জানান এই শিল্পী। স্থানীয় সময় দুপুর ১২টায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতার বেশ কজন সংগীতশিল্পী।

প্রসঙ্গত, ‘যদি থাকত ডানা’ অ্যালবামটি কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই শিল্পীর একক ব্যবস্থাপনায় মুক্তি পেয়েছিল।

এলএ/জেডএ/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।