কেপটাউন মাতালেন বিরাট-আনুষ্কা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:০৪ পিএম, ০৫ জানুয়ারি ২০১৮

তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুষ্কা শর্মার বিয়ের পর থেকেই সংবাদমাধ্যম এবং আমজনতার কৌতূহলের শেষ নেই। দক্ষিণ আফ্রিকার রাস্তায় বিরাট কোহলির নাচের দৃশ্যে অনেক আগেই ভাইরাল হয়েছিল। এবার ভাইরাল হলো কেপটাউনে আনুষ্কা শর্মার ভাংরা নাচের দৃশ্য।

বিরাট কোহলির সঙ্গে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন আনুষ্কা শর্মা। সেখানে সাধারণ বাসিন্দাদের সঙ্গে এ তারকা দম্পত্তির নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ইতালির তাস্কানিতে গত ১১ ডিসেম্বর বিয়ে করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী আনুষ্কা শর্মা। দেশে ফিরে এসে দু’টি রিসেপশনেরও আয়োজন করেছেন তারা।

বিয়ের পর থেকেই এই গ্ল্যামারজুটির বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কখনও একসঙ্গে আবার কখনও একান্তে দেখা যাচ্ছে তাদের। তেমনি দক্ষিণ আফ্রিকার রাস্তায় তারা স্থানীয় বাসিন্দাদের শিখালেন ভাংরা নাচের স্টেপ।

আরএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।