দিরাইয়ে বজ্রপাতে তিন মৎসজীবীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২৬ এএম, ১৫ জুলাই ২০১৫
প্রতীকী ছবি

সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রফিনগর হাওরে বজ্রপাতে তিন মৎসচীবীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে বজ্রপাতের ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দিরাই উপজেলার কালিকোটা, নিছানপুর ও নোয়াগাঁও হাওরে নৌকা নিয়ে অনেকেই মাছ ধরছিলেন। দুপুর ১২টার দিকে ওই এলাকায় বেশ কয়েকটি বজ্রপাত হলে ঘটনাস্থলেই রফিনগর গ্রামের নোহালীর ছেলে মিজান মিয়া(৩০), আব্দুল কাদিরের ছেলে মোকাইম(২৫) ও সাদিপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে আব্দুলাহর (১৯) মৃত্যু হয়। তারা এসময় কালিকোটা, নিছানপুর ও নোয়াগাঁও হাওরে মাছ ধরছিলেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েছ আলম তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান এরা সবাই মৎসজীবী। বিভিন্ন হাওরে মাছ ধরছিলো হঠাৎ বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

ছামির মাহমুদ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।