পাশবিক নির্যাতনে রাজনের মৃত্যুতে ঢাকা চেম্বারের নিন্দা
সিলেটের ১৩ বছর বয়সী শিশু সামিউল আলম রাজনকে পাশবিক নির্যাতন করে হত্যার ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। মঙ্গলবার ডিসিসিআইয়ের মহাসচিব এএইচএম রেজাউল কবির প্রেরিত এক বিবৃতিতে এ ক্ষোভ ও নিন্দা জানায় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, এ ঘটনার পরপরই নোয়াখালীতে আরও একটি শিশু নির্যাতনের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। ঢাকা চেম্বার এ ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে, যাতে করে এ ধরনের অমানবিক ও পাশবিক ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।
ঢাকা চেম্বার মনে করে, এ ঘটনার সঙ্গে জড়িতদের যথাযথ শাস্তি প্রদান করা না হলে সমাজে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে, যা একটি সভ্য সমাজের জন্য কখনোই কাম্য নয়। ডিসিসিআই এজন্য দ্রুততম সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় নিয়ে আসার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। ঢাকা চেম্বার এ ধরণের ঘৃণীত অপরাধগুলোর জন্য তীব্র নিন্দা প্রকাশের পাশাপাশি সংঘঠিত সকল অপরাধের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শিশু নির্যাতন প্রতিরোধে সমাজের সকল স্তরে সচেতনতা বৃদ্ধি, জবাবদিহীতা নিশ্চিতকরনের পাশপাশি আমাদের সামাজিক মূল্যবোধের উন্নয়ন, আইনের কঠোর প্রয়োগ এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে।
এসআই/একে/আরআই