জয়ের ধারায় ফিরবে দক্ষিণ আফ্রিকা : ইমরান তাহির
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ যেভাবে হেরেছে দ্বিতীয় ওয়ানডেতে চিত্রটা পুরোই উল্টে গেছে। তবে সেই হার দলের মনোবলে চিড় কোনো ধরাতে পারেনি। বিশ্বক্রিকেটের অন্যতম পেশাদার দল দক্ষিণ আফ্রিকা আগামী ম্যাচে ফিরবে জয়ের ধারায় এমনটাই জানালেন লেগস্পিনার ইমরান তাহির।
আট বছর পর আবার বাংলাদেশের কাছে হারে দলে তার কোনো প্রভাব দেখছেন না তাহির। ‘আমাদের ক্যাম্পে সব কিছু ভালোভাবে হচ্ছে। আমরা সবাই সুখী। নিজেদের সেরাটা খেলতে যাচ্ছি। শেষ ম্যাচে কি হয়েছে তা নিয়ে উদ্বিগ্ন নই।’
নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে জয়ের ধারায় ফিরতে পারবেন বলে জানান এই স্পিনার। তবে বাংলাদেশকে প্রাপ্য কৃতিত্ব দিতে ভোলেননি তিনি। ‘তারা গত ম্যাচে খুব ভালো খেলেছে। সামনের ম্যাচে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমরা ভালো ক্রিকেট খেলে আসছি। আশা করি ভালো ফলাফল পাবো।’
শেষ ওয়ানডেতে কঠিন মোকাবেলা হবে বলে মনে করেন এই তারকা। তবে শেষপর্যন্ত যারা ভালো খেলবে তারাই জিতবে বলে জানান তিনি। ‘শেষ ম্যাচে কি হয়েছে তবে আমরা এ নিয়ে ভাবছিনা। যদি তারা (বাংলাদেশ) ভালো খেলে তারা জিতবে। আমরা যদি আমরা স্কোরবোর্ডে ভালো রান তুলতে পারি তাহলে ভালো কিছু আসতে পারে। আমরা আগামীকালের ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছি।’
তবে চট্টগ্রামের উইকেটে তেমন রানবন্যা আশা করছেন না তাহির। ২০০ রানেই ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে যে কোন দল। ‘আমার মনে হয় দুইশর বেশি যে কোনো রানই ভালো স্কোর। গত ম্যাচের পিচে তাকান তাতে তিনশ’ রানও হতে পারত। কিন্তু এটা নির্ভর করে মাঝের ওভারগুলোতে আপনি কেমন ব্যাটিং করেন। আমার কাছে, আড়াইশ’ রান খুব ভালো স্কোর।’
মিরপুরের মাঠ এবং চট্টগ্রামের মাঠে তেমন কোন ভিন্নতা আশা করেন না তাহির। তার মতে বাংলাদেশ যেহেতু স্পিনে ভালো তাই এখানেও একই উইকেট হবে।
আরটি/এমআর/এমআরআই