ভালোবাসার মাসে আনকাট রোমান্স নিয়ে আসছেন শাকিব-মিম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৬ এএম, ৩১ ডিসেম্বর ২০১৭

শাকিব খান ও মিম অভিনীত নতুন ছবি ‘আমি নেতা হব’। গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সচিব জালাল উদ্দিন মুন্সি ও ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিমন খান।

জালাল উদ্দিন মুন্সি বলেন, ‘গেল ২১ ডিসেম্বর ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেন এর প্রযোজক। ছবিটি প্রদর্শনীর পর কোথাও কোনো অসঙ্গতি বা ত্রুটি পাওয়া যায়নি। তাই আনকাট মুক্তির অনুমতি দেয়া হয়েছে।’ তিনি আরও জানান, গতকাল শনিবার সরকারি ছুটির হলেও জরুরি কাজের জন্য সেন্সর বোর্ডের অফিস খোলা ছিল। কালই ছবিটির ছাড়পত্রের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পাওয়ায় বেশ উচ্ছ্বসিত সেলিম খান। তিনি জাগো নিউজকে বলেন, ‘আমি প্রথমেই ‘আমি নেতা হবো’ ছবির পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের ধন্যবাদ জানাচ্ছি। তারা চমৎকার একটি চলচ্চিত্র নির্মাণে মনযোগী হয়ে কাজ করেছেন। ছবিটি সেন্সরে প্রদর্শনীর সময় খুবই বাহবা পেয়েছে। বোর্ডের প্রত্যাশা আগামী বছরের সেরা ছবির তালিকায় থাকবে শাকিব-মিমের ‘আমি নেতা হব’। এ ছবি দিয়ে এ জুটির জনপ্রিয়তাও অনেক বাড়বে বলে প্রত্যাশা।’

তিনি আরও বলেন, ‘সেন্সর বাধা পেরিয়ে এখন ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছি। কিছুদিনের মধ্যেই প্রচারণা শুরু হবে জোরকদমে। দুই একদিনের মধ্যে ছবিটির ট্রেলারও সেন্সরে জমা পড়বে। আর ছবিটি মুক্তি পাবে ফেব্রুয়ারির যে কোনো সপ্তাহে।’

‘আমার প্রাণের প্রিয়া’ ছবির সাফল্যের আট বছর পর এ ছবিতে আবারো জুটি বেঁধেছেন শাকিব-মিম। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ওমর সানী, মৌসুমী, কাজী হায়াত।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।