আন্তর্জাতিক থাই আর্ট ক্যাম্পে সাইম রানা ও তার দল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৭ এএম, ২৬ ডিসেম্বর ২০১৭

নতুন বছরের সূচনায় থাইল্যান্ডের সুবিখ্যাত সুলালঙ্করণ ইউনিভার্সিটিতে ১৬তম ইন্টারন্যাশনাল থাই কালচার ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৪ থেকে ২৯ জানুয়ারি ভিয়েতনাম, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইনসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সাথে প্রথমবারের মতো বাংলাদেশ অংশগ্রহণ করতে যাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ড. সাইম রানার নির্দেশনায় ‌‘মিউজিক অব দ্য রিভার ইন গ্রেট ডেলটা’ নামে গীতিনাট্য পরিবেশিত হবে এবং ‘ট্রাডিশনাল মিউজিক অফ বেঙ্গল’ কর্মশালা প্রদান করা হবে।

হাজার হাজার বছর আগে থেকে হিমালয় থেকে নেমে আসা এবং পৃথিবীর নানা প্রান্ত থেকে অভিবাস গড়েছে নদীমাতৃক এই বঙ্গীয় বদ্বীপে। কিসের নেশায় তারা জড়ো হয়েছিল, তারই প্রতিবেদন পরিবেশিত হবে ব্যাংককে।

সাইম রানার তত্ত্বাবধানে এতে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পিএইচডি গবেষক স্মরণ প্রত্যয় এবং শিক্ষার্থী আজরিন আক্তার, ছায়েদুল হক সানি, নাদিম হোসাইন, ভাষা আশরাফ, রায়হান আনসারী, আনন্দময়ী কুন্ডু, শমিতা বালা ও তুষার মাহমুদ।

আগামী ২০১৯ সালে থাইল্যান্ডের এই বিশ্ববিদ্যালয়েই বসতে যাচ্ছে সংগীতের বিশ্ব আসর। ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর ট্রাডিশনাল মিউজিক আইসিটিএম এর দ্বিবার্ষিক বিশ্বসভাকে কেন্দ্র করে এবারের ক্যাম্প বিশেষ গুরুত্ব বিবেচনা করা হয়েছে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।