সঞ্জীব চৌধুরীর জন্মদিনের উৎসব, নেই দলছুট

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৪ এএম, ২৫ ডিসেম্বর ২০১৭

নন্দিত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর জন্মদিন আজ সোমবার, ২৫ ডিসেম্বর। প্রয়াত এই শিল্পীকে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজ আয়োজন করা হয়েছে ‘৬ষ্ঠ সঞ্জীব উৎসব’। এই আয়োজন সাজিয়েছে সঞ্জীব উৎসব উদযাপন পরিষদ।

এবারের উৎসবে অংশ নেবেন অনেক শিল্পী ও প্রতিষ্ঠান। তবে এবারে থাকছে না সঞ্জীব চৌধুরীর হাতে গড়া ব্যান্ড দলছুটের কোনো পরিবেশনা। সঞ্জীবের কাছের মানুষ হিসেবে পরিচিত বাপ্পা মজুমদারও গাইবেন না উৎসবে। আয়োজকদের বরাতে জানা গেছে, এবারের উৎসবে ডি রকস্টার শুভ, জয় শাহরিয়ার, সন্ধি, সভ্যতা, চিৎকার, গান কবি, অর্জন, সিনা হাসান অ্যান্ড বাংলা ফাইভ, পার্পল রেইন, অনুরণ, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটিসহ অনেকে পরিবেশনা নিয়ে হাজির হবেন।

উৎসব আয়োজনে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি ও আজব কারখানা। উৎসব শুরু হবে বিকেল চারটায়, চলবে রাত নয়টা পর্যন্ত।

সঞ্জীব চৌধুরী ছিলেন একাধারে শিল্পী, লেখক ও সাংবাদিক। সঞ্জীব চৌধুরীর ও বাপ্পা মজুমদার মিলে গড়েছিলেন ব্যান্ড ‘দলছুট’। অসংখ্য শ্রোতাপ্রিয় গানের শিল্পী সঞ্জীব চৌধুরী।

তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে আমি তোমাকেই বলে দেব, সাদা ময়লা, সমুদ্র সন্তান, জোছনা বিহার, তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও, আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ, স্বপ্ন বাজি, গাড়ি চলে না, বায়োস্কোপ, কোন মিস্তিরি নাও বানাইছে প্রভৃতি।

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র সঞ্জীব চৌধুরী ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্ম নেন। ২০০৭ সালের ১৯ নভেম্বর পৃথিবী ত্যাগ করেন গুণী এই শিল্পী।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।